একই রুটে দুই বাসের রেষারেষি, রানি রাসমনিতে রেলিং ভেঙে দোকান গুঁড়িয়ে দিল
ডোরিনা ক্রসিং থেকে কার্জন পার্ক হয়ে রানি রাসমণি অ্যাভেনিউ দিয়ে বাবুঘাট টার্মিনাসে যাচ্ছিল একই রুটের দুটি বাস। তখন হঠাৎ রেষারেষি করতে শুরু করে ২০৫ এবং ২০৫/এ রুটের দুটি বাস। আর তার জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে মারল ধাক্কা। আর তার জেরে বাস উঠে গেল ফুটপাতে। সেখানে থাকা দোকান গুঁড়িয়ে দিল এই নিয়ন্ত্রণহীন বাস। বাসে কোনও যাত্রী না থাকলেও এই পথ দুর্ঘটনায় সপ্তাহের কর্মব্যস্ত দিনে শোরগোল পড়ে গিয়েছে। ঠিক কী ঘটেছে শহরে? স্থানীয় সূত্রে খবর, বাবুঘাটের দিকে যাওয়ার সময়ই এই পথ…