আঠারো মাস পরে টেস্টে ৩৩ তম শতরান হাঁকিয়েই নতুন নজির গড়লেন স্মিথ
ব্রিসবেন: আঠারো মাস আগে নিজের টেস্ট কেরিয়ারের ৩২ তম শতরানটি হাঁকিয়েছিলেন। এরপর থেকেই বারবার তীরে এসে তরী ডুবছিল। ভারতের বিরদ্ধে চলতি বর্ডার গাওস্কর ট্রফিতেও আগের চারটি ইনিংসে বড় রান আসেনি। কিন্তু তিনি নিজেই জানিয়েছিলেন যে ফর্মে তিনি আছেন, কিন্তু বড় রান শুধু আসছে না। অবশেষে গাব্বায় নিজের টেস্ট কেরিয়ারের ৩৩ তম শতরানটি হাঁকালেন স্টিভ স্মিথ। ভারতের বিরুদ্ধে এই নিয়ে কেরিয়ারের ১০ তম টেস্ট শতরান হাঁকিয়ে ফেললেন স্মিথ। কেরিয়ারের ৩৩ তম। বিশ্বের একমাত্র ব্যাটার স্মিথ, যিনি দুটো আলাদা প্রতিপক্ষের বিরুদ্ধে…