IRCTC লঞ্চ করল দুর্দান্ত অ্যাপ, ট্রেনের টিকিট বুক থেকে খাবার অর্ডার, সব হবে এক মিনিটে!
ইন্ডিয়া টুডে থেকে জানা যাচ্ছে যে, এই অ্যাপটি তৈরি করেছে সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস (CRIS)। বর্তমানে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য Google Play Store-এ পাওয়া যাচ্ছে এই SwaRail অ্যাপটি। ইন্ডিয়ার রেলওয়ের SwaRail অ্যাপ: এটি কেন বিশেষ হয়ে উঠেছে? SwaRail-কে SuperApp নামে ডাকা হচ্ছে। এর মধ্যে রয়েছে একাধিক ফিচার। যা আলাদা আলাদা অ্যাপের মধ্যে আগে ছড়িয়ে ছিটিয়ে ছিল, ট্রেনের টিকিট কাটা থেকে শুরু করে লাইভ ট্রেন ট্র্যাকিং এমনকী খাবার অর্ডার করা থেকে শুরু করে ট্যুরিজম প্যাকেজের সন্ধান করা পর্যন্ত, সমস্ত কিছুই…


