১৭ জন ডাক্তার যা পারেননি, করে দিল AI! সন্তানের বিরল রোগ ধরতে যা করলেন মা…’ChatGPT’-র ক্ষমতা জানলে আশ্চর্য হবেন!
শেষমেশ কোনও উপায় না দেখে ChatGPT-র শরণাপন্ন হন সেই মা। আর তাতেই হয়েছে কামাল। সন্তানের রহস্যজনক রোগটা আদতে কী, তা জানিয়ে দিল এই AI চ্যাটবটই। শুধু তা-ই নয়, কীভাবে এর চিকিৎসা করা সম্ভব, সেই বিষয়েও শিশুটির পরিবারকে দিশা দেখাচ্ছে ChatGPT। প্রায় ৩ বছর ধরে রহস্যজনক রোগে আক্রান্ত শিশুপুত্র অ্যালেক্সের চিকিৎসার কোনও অভাব রাখেননি তার মা কোর্টনি। কিন্তু কোনও ফলাফল পাননি। TODAY.com-এর খবর থেকে জানা গিয়েছে যে, কোভিড ১৯ অতিমারীর কালে পুত্রের মধ্যে অস্বাভাবিক কিছু উপসর্গ লক্ষ্য করেন কোর্টনি। শিশুটির…

