Shekhar Suman: মাত্র ১১ বছরেই সব শেষ! মর্মান্তিক মৃত্যু একমাত্র ছেলের, আজও পুত্রশোকে ক্ষতবিক্ষত বলিউডের জনপ্রিয় এই অভিনেতা
Shekhar Suman: এতগুলো বছর কেটে গেলেও পুত্রশোক আজও একটুকু কম হয়নি তাঁর। সম্প্রতি অভিনেতা শেখর সুমন তার প্রয়াত ছেলে আয়ুষকে স্মরণ করে সোশ্যাল মিডিয়ায় একটি স্মৃতিচারণমূলক পোস্টে তার হৃদয় উজাড় করে দিয়েছেন। মুম্বই: বলিউডের জনপ্রিয় অভিনেতা শেখর সুমন৷ অভিনয়ের পাশাপাশি সঞ্চালক হিসাবেও যথেষ্ঠ নামডাক রয়েছে তাঁর। কিছুদিন আগে দীর্ঘ বিরতির পর সঞ্জয় লীলা বনশালীর সিরিজ ‘হীরামান্ডি’-তে অভিনয় করে ফের চর্চায় রয়েছেন অভিনেতা। এতগুলো বছর কেটে গেলেও পুত্রশোক আজও একটুকু কম হয়নি তাঁর। সম্প্রতি অভিনেতা শেখর সুমন তার প্রয়াত ছেলে…



