Sholay: ‘শোলে’-র সেই বিখ্যাত দৃশ্য! বাদ দিয়েছিল সেন্সর বোর্ড, মুক্তির ৪৯ বছর পর সামনে এল আসল ‘সিন’, কী এমন ছিল? না দেখলেই বড় মিস!
Sholay: ১৯৭৫ সালে মুক্তি পেয়েছিল ‘শোলে’। বাকিটা ইতিহাস। সম্প্রতি প্রেক্ষাগৃহে নতুন করে রিলিজ করা হয়েছিল ‘শোলে’। প্রেক্ষাগৃহে হাততালির ঝড়, স্ট্যান্ডিং ওভেশন, বাদ যায়নি কিছুই। অনেকেই নস্টালজিক হয়ে পড়েন। ‘শোলে’ এমনই। News18 ‘শোলে’। নাম শুনলেই মনের ভিতর সিনেমাটা চলতে শুরু করে। এককথায়, কালজয়ী ছবি। প্রতিটা দৃশ্য আজও দর্শকদের মুখস্থ। মুক্তির ৪৯ বছর পরেও সংলাপ মনে গেঁথে রয়েছে। অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র অভিনীত ‘শোলে’ বলিউডের সর্বকালের সুপার ডুপার হিট। ১৯৭৫ সালে মুক্তি পেয়েছিল ‘শোলে’। বাকিটা ইতিহাস। সম্প্রতি প্রেক্ষাগৃহে নতুন করে রিলিজ করা…