Kolkata High Court on Bus: কমছে না বাসের সংখ্যা! এখনই বাতিল হচ্ছে না ১৫ বছরের পুরনো বাস, কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তে স্বস্তিতে মালিকেরা
শুধু তাই নয়, রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, প্রতি বছর ২ দুবার করে বাসের স্বাস্থ্য পরীক্ষা, ফিটনেস সার্টিফিকেট দেওয়া এবং পলিউশন চেক করার মতো কাজ রাজ্য করবে৷ এরপরেই আদালত বাস মালিকদের আবেদনে সাড়া দেয়৷ কলকাতা: এখনই বাতিল করতে হবে না ১৫ বছর হয়ে যাওয়া বাস। বাস মালিকদের আবেদনে সাড়া দিয়ে জানাল কলকাতা হাইকোর্ট৷ তবে এ বিষয়ে রাখা হয়েছে নির্দিষ্ট শর্তও৷ বাসের বয়স ১৫ বছর হয়ে তা বাতিল করে দিতে হবে৷ নির্দেশ দিয়েছিল জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল৷ তাতে বাসগুলিকে ফিটনেস সার্টিফিকেট…


