ইংরেজি পরীক্ষা দিতে বেরোল ছাত্রী, ফিরল যখন সিঁথিতে ‘সিঁদুর’! মাঝে যা হল…’সিনেমার মতো’ দেখে নিন ভিডিওতে!
Darbhanga News:পরীক্ষার দিন সকালে সময় মতো বেরোল ছাত্রী। কিন্তু তার পর যখন ফিরল, তার কপালে টকটক করছে সিঁদুর! মাঝে কী ঘটেছিল? সে নিজেই জানিয়ে দিল সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ভিডিওটি দেখলে আঁতকে উঠবেন।২২ ফেব্রুয়ারি ছিল বিহার বোর্ডের ইংরেজি পরীক্ষা। ওই দিনই এক পরীক্ষার্থী বাড়ি থেকে বেরিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করেন। পরীক্ষা কেন্দ্রে পৌঁছনোর বদলে প্রেমিক আগেই সঙ্গে আনা সিঁদুর তার সিঁথিতে পরিয়ে দেয়। মেয়েটিও খুশি মনে সিঁদুর গ্রহণ করেন। ছেলেটি সেই মুহূর্তের ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, যা মুহূর্তেই…