দিনভর AC চালিয়েও ঠান্ডা হচ্ছে না ঘর? এই ৫টি বিষয়ে খেয়াল রাখুন!
কলকাতা : গরমের দাবদাহে প্রাণ ওষ্ঠাগত। আর গরমের উত্তরোত্তর বৃদ্ধিতে বাঁচার এখন একটা পথ এয়ার কন্ডিশনার। এসি ঘরেই বেশিটা সময় কাটিয়ে দিতে চাইছেন সবাই। তবে এসি চালালেও অনেক সময় দেখা যায় ঘর পর্যাপ্ত ঠান্ডা হচ্ছে না। অনেক সময় গরমের সিজন শুরু হলেই এসি সার্ভিসিং করতে হয়। কিন্তু দেখা যায় কয়েকবার সার্ভিসিং করার পরও এসি কুলিং করে না। এসি চালিয়েও ঘর ঠান্ডা না হওয়ার ৫টি কারণ হতে পারে। এখানে আমরা সেই পাঁচটি কারণ এবং তাদের সমাধান বলছি। এসি মোটর পরীক্ষা…