মৃত্যু হবে সূর্যের, তীব্র বিস্ফোরণে কোন প্রলয় নামবে পৃথিবীতে!
অমর নয় সূর্যও। বয়স হয়েছে। মৃত্যু আসবে একদিন। সময় হবে শেষ। মহা প্রলয় নেমে আসবে পৃথিবীতে। বিস্ফোরক তথ্য জানাচ্ছেন বিজ্ঞানীরা। জীবনের শেষ মুহূর্তগুলো কাটাচ্ছে সূর্য। যেকোনও সময় সূর্যের মৃত্যু হতে পারে। কিন্তু সূর্য মরলে পৃথিবীর কী হবে?…হয়তো পুরো পৃথিবীটাই ধ্বংস হয়ে যাবে। সর্বত্র নিমজ্জিত হবে অন্ধকার। পৃথিবী থেকে অন্য সব গ্রহেও বিপর্যয় ঘটবে। যখন সূর্য বিস্ফোরিত হবে, সেই সময়ে নির্গত বিশাল পারমাণবিক শক্তি এবং লাভা-ছাই মহাবিশ্বে বিপর্যয় সৃষ্টি করতে পারে। বিজ্ঞানীরা তাই বলছেন, সূর্যের বর্তমান বয়স ৪.৬ বিলিয়ন বছর।…