এগিয়ে বাংলার শুভ, দেখুন আর কারা উঠল সুপারস্টার সিঙ্গারের ফাইনালে, পাবে মোটা টাকা
অবশেষে হতে চলেছে দীর্ঘ প্রতীক্ষার অবসান। সুপারস্টার সিঙ্গারের তৃতীয় সিজনের গ্র্যান্ড ফিনালে আজ। প্রথম থেকেই এই মিউজিক রিয়েলিটি শো ছিল চর্চায়। নিজেদের অসাধারণ গায়িকি দিয়ে বাড়িয়েছিল টিআরপি। সুপারস্টার সিঙ্গারের টপ ৯ প্রতিযোগীর তালিকা ২০২৪ সালের মার্চ মাসে ১৫ জন প্রতিযোগী নিয়ে শুরু হয়েছিল সুপারস্টার সিঙ্গার। এরপর একাধিক এলিমিনেশনের পর অবশেষে সামনে আসে টপ ৯-এর নাম। এই প্রথম কোনও রিয়েলিটি শো-তে এত সংখ্যক প্রতিযোগী মুখোমুখি হবেন ফাইনালে। অথর্ব বক্সী, লাইসেল রাই, শুভ সূত্রধর, আবীর্ভব এস, পিহু শর্মা, ক্ষিতিজ সাক্সেনা, মাস্টার…