East Bengal | Asean Cup | Subhash Bhowmick : আসিয়ান জয়ের ১৯ বছর! নেই আজ সুভাষ ভৌমিক
ইস্টবেঙ্গলের ইতিহাসে একাধিক সফল কোচ রয়েছেন। তবে বাংলার সুভাষ ভৌমিক যা করেছিলেন তা কিন্তু সোনার হরফে লেখা থাকবে। বিদেশের মাটিতে গিয়ে একের পর এক বিদেশি দলের চোখে চোখে রেখে শুধু কথাই বলেলনি তিনি। বুঝিয়ে দিয়েছিলেন যে, কত ধানে কত চাল!