Jobs for Retired Person: ৬৫-র নিচে বয়স? অবসরপ্রাপ্তদের জন্য চাকরির বড় সুযোগ, বেতনও ভাল! বিশদে জানুন
Jobs for Retired Person: এবার অবসরপ্রাপ্তদের জন্য চাকরির সুযোগ! বয়স ৬৫-এর মধ্যে হলেই মিলবে এই সুযোগ। প্রতি মাসে বেতনও ভাল। বিশদে জানুন ও জানান… চাকরি পূর্ব বর্ধমান, সায়নী সরকার: এবার অবসরপ্রাপ্তদের জন্য চাকরির সুযোগ! বয়স ৬৫-র মধ্যে হলেই এবার মিলতে পারে ব্লক লেভেল অ্যাকাউন্ট্যান্ট পদে চাকরি। প্রতিমাসে বেতন মিলবে ১১ হাজার টাকা। এই বিশেষ সুযোগ পাবেন মাত্র একজনই। আবেদনকারীকে অবশ্যই সরকারি অফিসে হিসাবরক্ষণের কাজে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে। এই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে বয়স ৬৫…



)