লাদাখ থেকে দিল্লি-হরিয়ানা সাক্ষী থাকল বছরের শেষ সূর্য গ্রহণের…
৭ বছর পর দীপাবলিতে সূর্যগ্রহণ। মঙ্গলবারের এই ঐতিহাসিক গ্রহণ শুরু হয়েছে দুপুর ২টো ২৯ মিনিটে। দেশের নানা প্রান্ত থেকে তা দেখা যাচ্ছে। দিল্লি এবং মুম্বইয়ে যথাক্রমে ১ ঘণ্টা ১৩ মিনিট এবং ১ ঘণ্টা ১৯ মিনিট গ্রহণ দেখা যাবে বলে জানান বিশেষজ্ঞরা। আস্তে আস্তে ঢেকে যাচ্ছে সূর্য। বহু মানুষ প্রত্যক্ষ করছেন এই গ্রহণ। বিশেষজ্ঞ বারবার বলছেন খালি চোখে গ্রহণ না দেখতে। লাদাখ, কাশ্মীর থেকে দিল্লি, চন্ডিগড়, ওড়িশা সর্বত্রই দেখা গিয়েছে আংশিক গ্রহণ। লাদাখে খুদেরা দেখছে সূর্যগ্রহণ! দেখুন সেই ছবি… Students…