প্রফিট বুকিংয়ের চাপে শুরুতেই পতন বাজারে, ১৫০ পয়েন্ট ভাঙল সেনসেক্স- দাম বাড়ছে এই শেয়ারগুলির
Sensex Today: গতকাল নয়া উচ্চতায় পৌঁছানোর পরেই আজকের বাজারে (Sensex Today) শুরু থেকেই প্রফিট বুকিংয়ের চাপ দেখা যাচ্ছে। আজ শুক্রবার ১৩ সেপ্টেম্বর বাজার খোলার পর থেকেই প্রফিট বুকিংয়ের চাপে পতন দেখা দিয়েছে বাজারে। বম্বে স্টক এক্সচেঞ্জের (Stock Market Opening) সূচক সেনসেক্স এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ৫০-এ পতন দেখা গিয়েছে। আজ সকালে ৯টা ১৫ নাগাদ স্টক মার্কেটে সূচক ভেঙে যায় ১০০ পয়েন্ট। নিফটিও ২৫ পয়েন্ট ভেঙে নেমে আসে রেকর্ড উচ্চতার নিচের স্তরে। তারপর থেকে পতন চলতেই থাকে। সকাল…