অঙ্ক ও বিজ্ঞানে ২০ পেলেও পাস করিয়ে দেবে এই রাজ্য!
পরীক্ষায় ২০ নম্বর পেলেই হবে। পাস করিয়ে দেওয়া হবে পরীক্ষার্থীদের। দশম শ্রেণির পড়ুয়াদের জন্য নতুন নিয়ম বেঁধে দিল মহারাষ্ট্র। নতুন নিয়মে বলা হয়েছে দশম শ্রেণির শিক্ষার্থীরা অঙ্ক ও বিজ্ঞানে ২০ নম্বর পেলেও পাস করিয়ে দেওয়া হবে। অর্থাৎ পাসিং মার্ক ৩৫ থেকে কমিয়ে ২০ করা হয়েছে। মহারাষ্ট্র স্টেট কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এসসিইআরটি) এই সিদ্ধান্ত নিয়েছে। নতুন এই সিদ্ধান্তেও রয়েছে বড়সড় টুইস্ট। গণিত ও বিজ্ঞানে, কম নম্বর পাওয়া পড়ুয়াদের বোর্ড পাস করাবে ঠিকই, কিন্তু পরবর্তীতে এই বিষয়ে উচ্চশিক্ষা…