মহাকাশে মাইলফলক স্থাপনের পথে ইসরো, মহাশূন্যে উপগ্রহ ‘নোঙর করে’ এলিট ক্লাসে ভারত!
মহাকাশে নয়া মাইলফলক স্থাপনের জন্য প্রস্তুত ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। ঠিক যেভাবে নদী বা সমুদ্র বন্দরে কোনও জাহাজ এসে নোঙর করে, এবার ঠিক সেভাবেই মহাকাশে ‘নোঙর করবে’ ভারতের দু’টি কৃত্রিম উপগ্রহ! সেই মাহেন্দ্রক্ষণের সাক্ষী থাকতে অপেক্ষা করতে হবে মঙ্গলবার (৭ জানুয়ারি, ২০২৫) পর্যন্ত। ওই দিনই মহাকাশে তাদের কক্ষপথে প্রতিস্থাপিত হয়ে যাবে উপগ্রহ দু’টি। যে উচ্চাভিলাষী প্রকল্পের অধীনে ভারতের দুই উপগ্রহ – চেজার এবং টার্গেট মহাকাশে নোঙর করতে চলেছে, তার পোশাকি নাম – ‘স্পেস ডকিং এক্সপেরিমেন্ট’ (স্প্যাডেক্স)। তথ্যাভিজ্ঞ মহল…