Husband wife clash: প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগ! যুবককে জুতোপেটা শাশুড়ি এবং প্রথম স্ত্রীর
Husband wife clash: পথ চলতি মানুষ হতবাক, স্বামী স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা চলতে হঠাৎই স্ত্রী বাড়ির লোহার তৈরি গেট টপকে ভিতরে এসে স্বামীকে মারধর করে। এরই মধ্যে শাশুড়ি নিজের পায়ের জুতো খুলে জামাইকে মারধর করে।এলাকায় প্রচুর মানুষের সমাগম হয় ঘটনাকে ঘিরে।।ঘটনাটি ঘটেছে সোমবার রাতে কালিয়াগঞ্জ পুরসভার ১৩ নং ওয়ার্ডের রায় কলোনি এলাকায়। স্থানীয় বাসিন্দা সবিনয় সাহা পেশায় চাকুলিয়া ব্লকের অস্থায়ী কর্মী। তার সঙ্গে ২০২২ সালে রায়গঞ্জ থানার টেনোহরি গ্রামের বাসিন্দা রচয়িতা সাহা বিবাহ হয়। মুক্তা সরকার, উত্তর দিনাজপুর: পথ চলতি…

