অনেকের স্বপ্ন ছিল এই ফোন, সেই ব্ল্যাকবেরি কোম্পানি ডুবে গেল! অজানা গল্প
সেই সময় শুধুমাত্র দামি ফোনের তালিকাতেই জ্বলজ্বল করত Blackberry ফোনের নাম। আসলে iPhone-এর আগে স্মার্টফোনের দুনিয়া রাজত্ব করত এই ফোনই। কিন্তু এক সময়ের সেই রাজাই যেন নিঃস্ব কপর্দকশূন্য হয়ে গেল। প্রযুক্তি ইন্ডাস্ট্রির সবথেকে বড় পতনের সেই অধ্যায়ই শুনে নেওয়া যাক। ২০০০-এর গোড়ার দিকে স্মার্টফোনের দুনিয়ায় রীতিমতো আমূল পরিবর্তন এনেছিল BlackBerry। ব্যবসায়ীরা মূলত এই ফোনের নিরাপদ ই-মেল এবং QWERTY কি-বোর্ড বেশি পছন্দ করতেন। কর্পোরেট দুনিয়ায় নিজের অনন্য ফিচারের জন্য জায়গা করে নিয়েছিল এই ফোন। এদিকে ২০০৯ সাল নাগাদ স্মার্টফোনের দুনিয়ায়…