হৃদরোগে আক্রান্ত ভারতীয় হকি দলের প্রাক্তন কোচ জগবীর সিং, ভর্তি ICU-তে
হৃদরোগে আক্রান্ত হলেন হকি প্লেয়ার তথা ভারতীয় হকি দলের প্রাক্তন কোচ জগবীর সিং। ভর্তি করা হয়েছে হাসপাতালে। জানা যাচ্ছে, শুক্রবারই তিনি শ্বাসকষ্ট অনুভব করছিলেন। এরপরই তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে যখন তাঁর শারীরিক পরীক্ষা করা হচ্ছিল, ঠিক তখনই হৃদরোগে আক্রন্ত হয়ে পড়েন এই প্রাক্তন হকি খেলোয়াড়। তৎক্ষণাৎ তাঁকে ICU-তে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। জগবীর সিং একজন নামকরা কোচের পাশাপাশি তারকা হকি খেলোয়াড় ছিলেন। তিনি মূলত ফরোয়ার্ড পজিশনে খেলতেন। ১৯৮৫ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত…