উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভেতরে আটকা পড়ে বহু মানুষ, আগুন নেভাতে নিয়োজিত দমকলকর্মীরা, চারজনের মৃত্যু, সব অতিথি ও শ্রমিকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
ডিজিটাল ডেস্ক, লখনউ। সোমবার সকালে উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের হজরতগঞ্জ এলাকার লেভানা হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যাতে বহু মানুষ পুড়ে গেছে বলে জানা গেছে। হোটেলের অনেক কর্মী ও অতিথিও ভেতরে আটকা পড়েছেন। হোটেলের ভেতরে ২০ জনের বেশি লোক আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে দলটি তদন্তে নিয়োজিত রয়েছে। লখনউয়ের হোটেলে আগুনে দুজনের মৃত্যু @উত্তর প্রদেশ — আনন্দ জোনওয়ার (@anand_jonwar) 5…