সোশ্যাল মিডিয়ায় বলিউড অভিনেতার দাবি, ‘আলিয়া ভাট জিগরার টিকিট কিনেছেন ২ কোটি টাকা’
আলিয়া ভাট নিজেই কি জিগরা ছবির টিকিট কিনছেন? নয়াদিল্লি: একজন তারকা কি নিজের সিনেমার টিকিট কিনতে পারেন? এ প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় যখনই বড় কোনো তারকার ছবি মুক্তি পায় তখনই বিভিন্ন বিষয় সামনে আসে। চলতি সপ্তাহে মুক্তি পেয়েছে আলিয়া ভাটের ছবি জিগরা। এখন সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত বলা হচ্ছে ছবির ভুয়া কালেকশন দেওয়া হচ্ছে। আলিয়া ভাট নিজেই ছবির টিকিট কিনছেন। শুধু তাই নয়, ফাঁকা প্রেক্ষাগৃহের ছবিও শেয়ার করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এখন বলিউড অভিনেতা এবং চলচ্চিত্র সমালোচক কামাল আর খান এক্স-এ…