নাচতে নাচতেই টলে পড়লেন মাটিতে, ছেলের সামনেই হৃদরোগে মৃত্যু জনপ্রিয় ‘গরবা’ শিল্পীর
কলকাতা: দেশ জুড়ে চলছে নবরাত্রি উৎসব। আর বাংলায় চলছে দুর্গাপুজো। জাঁকজমক সহ সমাজের সর্বস্তরের মানুষ এসে সামিল হয়েছেন এই উৎসবে। আর এরই মধ্যে হৃদয়বিদারক একটি ঘটনা ঘটে গেল। পুনেতে নবরাত্রির উৎসবের মাঝেই ডান্ডিয়া আর গরবা নাচ চলাকালীন এখানকার স্থানীয় জনপ্রিয় শিল্পী অশোক মালি (Viral News) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন। গরবা শিল্পী (Garba King) ও গরবা প্রশিক্ষক অশোক মালির (Ashok Mali) মৃত্যু শোকের ছায়া নামিয়ে এনেছে পুনেতে। চাকান এলাকায় গরবা নাচ করতে করতেই ছেলের সামনে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে…