বিছানা ভিজিয়ে ফেলেছিল একরত্তি, ড্রায়ার দিয়ে শুকোতে গিয়ে ঘটল বিপত্তি, বাদ গেল শিশুর আঙুল
নয়াদিল্লি: শিশু বিছানা ভিজিয়ে ফেলায় হেয়ারড্রায়ার দিয়ে শুকোতে গিয়েছিলেন। কিন্তু শর্টকাট নিতে গিয়ে মারাত্মক কাণ্ড ঘটে গেল। শিশুটির পায়ের একাংশ পুড়ে গেল ভয়ঙ্কর ভাবে। শেষ পর্যন্ত কেটে বাদ দিতে হল শিশুটির পায়ের তিনটি আঙুল। গোটা ঘটনায় শিশুটির মায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল আদালত। তাঁর জেল হল। (Viral News) তাইওয়ান থেকে এই ঘটনা সামনে এসেছে। ওই মহিলাকে Wu বলে সম্মোধন করেছে স্থানীয় সংবাদমাধ্যম। জানা গিয়েছে, ২০১৩ সালেের ১৬ সেপ্টেম্বর ঘটনাটি ঘটে। শিশুকন্যাকে নিয়ে বাড়িতেই ছিলেন Wu. কাজের ফাঁকে দেখেন মেয়ে…