সবচেয়ে সস্তা 5G প্ল্যান আনল Jio, 200 টাকারও কম খরচে পাবেন এই বিশেষ সুবিধা
বিনামূল্যে ৫জি স্পিডের অফুরন্ত ডেটা সহ দারুণ প্ল্যান লঞ্চ করল রিলায়েন্স জিও। দেশের বড় দুই টেলিকম কোম্পানি ভোডাফোন আইডিয়া ও এয়ারটেল-এর ঘুম ওড়াতে টেলিকম বাজারে জিও কোম্পানির এই মাস্টার প্ল্যান ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। জিও কোম্পানির এই প্ল্যানটির দাম রাখা হয়েছে মাত্র ১৯৮ টাকা। এই প্ল্যানে রিচার্জ করলে একগুচ্ছ বিশেষ সুবিধা পাবেন। জিও-এর ১৯৮ টাকার প্ল্যানে বিশেষ কী সুবিধা পাওয়া যায় ২০০ টাকার কম দামের এই নতুন প্ল্যানটি হল টেলিকম অপারেটর জিও- এর লঞ্চ করা সবচেয়ে সাশ্রয়ী অপশন৷ রিলায়েন্স…