কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অত্যন্ত বড় ধামাকা! চারটি ভাতা বৃদ্ধি নিশ্চিত
#নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য (Central Government Employees DA Hike) অত্যন্ত বড় খবর কেননা মহার্ঘ ভাতা (Dearness Allowance) ৫ শতাংশ বৃদ্ধি প্রায় নিশ্চিত ৷ এরপরেই অন্য ভাতা বৃদ্ধির সম্ভাবনা ৷ আগামী মাসে মোদি সরকারের (Modi Governement) কর্মীরা বর্ধিত বেতন পাবেন ৷ মহার্ঘ ভাতা (DA Hike) বৃদ্ধির পরে কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Travel Allowance) ও সিটি অ্যালাউন্স (City Allowance) বৃদ্ধি হবে বলেই জানতে পারা গিয়েছে ৷ আসলে ডিএ বৃদ্ধির (DA Hike) পরে টিএ, সিএ বৃদ্ধির রাস্তা পরিষ্কার হয়ে গিয়েছে ৷ এরপরে…