আজ NEET মামলার 38টি পিটিশনের শুনানি: CJI চন্দ্রচূড়ের বেঞ্চ 20 হাজার ছাত্রের অভিযোগ শুনবে; ReNEET নিয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব
NEET UG পরীক্ষায় অনিয়মের অভিযোগের শুনানি আজ সুপ্রিম কোর্টে। আদালতে মোট 38টি আবেদনের শুনানি হবে। এর মধ্যে 34টি পিটিশন দাখিল করেছে শিক্ষার্থী, শিক্ষক এবং কোচিং ইনস্টিটিউট, আর 4টি পিটিশন দাখিল করেছে জাতীয় পরীক্ষা সংস্থা। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি মনোজ মিশ্র এবং বিচারপতি জেবি পারদিওয়ালার ডিভিশন বেঞ্চ এই আবেদনগুলির শুনানি করবে। পরীক্ষার দিনই পেপার ফাঁসের অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে গত ৫ মে পেপার ফাঁসের অভিযোগে ১৩ জনকে গ্রেফতার করেছিল বিহার পুলিশ। তবে পরীক্ষার একদিন পর ৬ মে…