দুর্ঘটনায় মৃত্যু কিশোরের, মহেশতলায় পথ অবরোধ
র্থ প্রতিম ঘোষ, মহেশতলা: ট্যাঙ্কারের ধাক্কায় মৃত এক, আহত এক। মহেশতলায় পথ দুর্ঘটনায় (Road Accident) মৃত্যু হল কিশোরের। দুর্ঘটনায় আহত আরও এক কিশোর। স্থানীয়দের দাবি, তার দুটি হাতই বাদ চলে গিয়েছে। রাস্তায় স্ল্যাব ফেলে পথ অবরোধ করেন স্থানীয়রা। রীতিমতো মৃত কিশোরের দেহ নিয়ে রাস্তায় নামেন তাঁরা। মহেশতলায় পথ দুর্ঘটনা: রাজ্যজুড়ে উৎসবের আলো। তারই মধ্যে দুর্ঘটনার খবর। আনন্দের মাঝে প্রাণহানি। কিশোরের মৃত্যু ঘিরে ধুন্ধুমার কাণ্ড মহেশতলায়। ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু হল কিশোরের। একই দুর্ঘটনায় দুই হাতই বাদ গেল আরেক কিশোরের। সব…