উদ্বেগ বাড়িয়ে অর্থনৈতিক বৃদ্ধির হার কমাল বিশ্বব্যাঙ্ক! নজরে আরবিআইয়ের বৈঠক
Business oi-Kousik Sinha 2022-23 আর্থিক বছরে ভারতে অর্থনৈতিক বৃদ্ধির হারের ( Economic Growth Rate) পূর্বাভাস কমিয়ে আনল বিশ্ব ব্যাঙ্ক ( World Bank)। তাঁদের পূর্বাভাস অনুযায়ী চলতি আর্থিক বছরে অর্থনৈতিক বৃদ্ধির হার 7.5 শতাংশ থাকতে পারে। যদিও আগে ৮.৭ শতাংশ হারে বৃদ্ধি হবে বলে জানানো হয়েছিল। অর্থাৎ বিশ্বব্যাংক তার এই অনুমান ১ দশমিক ২ শতাংশ কমিয়েছে। একেবারে আট-এর নীচে! তবে চলতি আর্থিক বছরে এভাবে বৃদ্ধির হারের পূর্বাভাস কমানোর কারণ ঘিরে একাধিক তথ্য সামনে আসছে। যদিও বিশ্ব ব্যাঙ্কে’র তরফে এই বিষয়ে…