Husband killed Wife: আমার হাতে মরেছে সুপ্রিয়া, কিন্তু ওকে খুন করিনি! শয়তান বিক্রান্তের আজব দাবিতে স্তম্ভিত কোর্ট…
Australia: ৪২ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত বিক্রান্ত ঠাকুর অস্ট্রেলিয়ায় আদালতে স্বীকার করেছেন যে তার স্ত্রীর মৃত্যু তার হাতেই হয়েছে, তবে তিনি হত্যার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, এটি পরিকল্পিত হত্যা নয়, বরং দুর্ঘটনাজনিত মৃত্যু। ২১ ডিসেম্বর, ২০২৫ মার্কিন মুলুকে বাড়িতেই রহস্যমৃত্যু ভারতীয় মহিলার। পুলিস বাড়িতে ঢুকে দেখেন, নর্থফিল্ডের বাড়িতে অচেতন অবস্থায় পড়ে রয়েছেন ৩৬ বছরের সুপ্রিয়া ঠাকুর। তাঁকে বাঁচাতে সিপিআর (CPR) দেওয়া হয়। কিন্তু সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁকে মৃত ঘোষণা করা হয়। পুলিস জানায়, গার্হস্থ্য হিংসার…



![সরকারি চাকরি: 1] হরিয়ানায় 5,500টি পদের জন্য শূন্যপদ, 2] স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে 323টি নিয়োগ, 3] বিহারে 78টি এসআই খোলা, 4] ওড়িশায় রাজস্ব অফিসার এবং অন্যান্যদের 3,250টি পদের জন্য নিয়োগ৷ সরকারি চাকরি: 1] হরিয়ানায় 5,500টি পদের জন্য শূন্যপদ, 2] স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে 323টি নিয়োগ, 3] বিহারে 78টি এসআই খোলা, 4] ওড়িশায় রাজস্ব অফিসার এবং অন্যান্যদের 3,250টি পদের জন্য নিয়োগ৷](https://images.bhaskarassets.com/web2images/521/2026/01/23/for-only-1-line-cover-46_1769157618.png)



