‘নতুন বছর বাংলার মানুষের জন্য নতুন উপহার বন্দে ভারত’, বড় কর্মসূচি ঘোষণা বিজেপির!

‘নতুন বছর বাংলার মানুষের জন্য নতুন উপহার বন্দে ভারত’, বড় কর্মসূচি ঘোষণা বিজেপির!

কলকাতা: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে হাওড়া স্টেশন থেকে শুভ যাত্রার  সূচনা বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের। অত্যন্ত দ্রুতগতির এই ট্রেন এবার হাওড়া থেকে ছুটবে নিউ জলপাইগুড়ি স্টেশন। শুক্রবার হাওড়া স্টেশন থেকে ছেড়ে ১৭ টি স্টেশন ছুঁয়ে বন্দে ভারত এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছাবে রাত নটা বেজে কুড়ি মিনিটে। আর বন্দে ভারতের সূচনা পর্বকে স্মরণীয় করে রাখতে প্রতিটি স্টেশনেই দ্রুতগতির এই এক্সপ্রেস ট্রেনকে স্বাগত জানাতে রেল প্রশাসনের পাশাপাশি এ রাজ্যের পদ্ম শিবিরও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছে।

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বাংলার পদ্ম ব্রিগেড সোশ্যাল মিডিয়ার পাশাপাশি বিভিন্নভাবে বন্দে ভারত নিয়ে প্রচারে ঝড় তুলেছে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ এ রাজ্যের অন্যান্য পদ্ম ব্রিগেডের নেতাদের  পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্বও বন্দে ভারত নিয়ে ফলাও করে প্রচার শুরু করেছে। গেরুয়া শিবিরের নেতাদের কথায়,’ এক যুগান্তকারী নজির বন্দে ভারত এক্সপ্রেস। প্রযুক্তিগত দিক থেকে শুরু করে যাত্রী স্বাচ্ছন্দ্য সবদিক থেকেই বিশ্বের আধুনিক ট্রেন গুলিকে প্রতিযোগিতায় ফেলতে পারে এই বন্দে ভারত এক্সপ্রেস। প্রধানমন্ত্রীর মেক ইন ইন্ডিয়ার স্বপ্ন সারা বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য এই ট্রেনকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিকে কাজে লাগিয়ে গড়ে তোলা হয়েছে বন্দে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি পশ্চিমবঙ্গবাসীকে নতুন বছরে নতুন উপহার দিলেন’।

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক ভিডিও বার্তায় বলেছেন,’ উচ্চগতি সম্পন্ন এই ট্রেন উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগসূত্র হিসেবে কাজ করবে এই ট্রেন। আমরা শুক্রবার বন্দে ভারত উদযাপন দিবস হিসেবে পালন করব’। প্রসঙ্গত, বিশেষ এই ট্রেনের উদ্বোধন ঘিরে বঙ্গ বিজেপিও নানাভাবে প্রধানমন্ত্রীর হাত ধরে বন্দে ভারত সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের সূচনাকে হাতিয়ার করে কেন্দ্রীয় সরকার তথা প্রধানমন্ত্রীর সাফল্যকে তুলে ধরে রাজনৈতিক ফায়দা তোলার লক্ষ্যে জোর প্রচারাভিযানে নেমে পড়েছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের।

(Feed Source: news18.com)