Saket Gokhale Arrest: ক্রাউডফান্ডিং-এর টাকা নয়ছয়ের অভিযোগ, ১৫ দিনে ৩ বার গ্রেফতার তৃণমূল মুখপাত্র সাকেত গোখলে

Saket Gokhale Arrest: ক্রাউডফান্ডিং-এর টাকা নয়ছয়ের অভিযোগ, ১৫ দিনে ৩ বার গ্রেফতার তৃণমূল মুখপাত্র সাকেত গোখলে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সাকেত গোখলেকে ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে সংগ্রহ করা অর্থের অপব্যবহারের অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লি থেকে গ্রেফতার করা হয়। টাক গ্রেফতার করে গুজরাত পুলিস। একজন সিনিয়র কর্মকর্তা এই খবর জানিয়েছেন।

সিনিয়র পুলিসকর্তা বলেছেন গোখলেকে আমেদাবাদ সাইবার ক্রাইম ব্রাঞ্চ গ্রেফতার করে এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য এখানে আনা হয়। তাঁরা শুক্রবার বিকেলের মধ্যে পৌঁছাবে বলে জানিয়েছেন তিনি।

এই মাসে গুজরাত পুলিস তৃতীয়বার গোখলেকে গ্রেফতার করেছে।

মোরবিতে সেতু ভেঙে পরার ট্র্যাজেডির পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মরবি শহরে যাওয়ার খরচ সম্পর্কে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে ছয় ডিসেম্বর সাইবার ক্রাইম ব্রাঞ্চ তাঁকে প্রথম গ্রেফতার করে।

এক ডিসেম্বর, গোখলে তথ্যের অধিকার আইনের মাধ্যমে পাওয়া তথ্য সম্পর্কে একটি খবরের ক্লিপিং শেয়ার করেন। তাতে দাবি করা হয় যে সেতু ভাঙার পরে মোদীর মোরবি সফরে ৩০ কোটি টাকা খরচ হয়েছে।

এখানকার একটি আদালত থেকে জামিন পাওয়ার পরেই, টিএমসি নেতাকে সেখানে নথিভুক্ত একই অপরাধের জন্য ৮ ডিসেম্বর ফের মোরবি পুলিস গ্রেফতার করে। পরেরদিন তাঁকে জামিন দেওয়া হয়।

(Feed Source: zeenews.com)