ছোট বয়সে দেশ ছেড়ে ফের ফিরতে চাইলে মিলবে নাগরিকত্ব? জানুন কী জানাল কেন্দ্র

ছোট বয়সে দেশ ছেড়ে ফের ফিরতে চাইলে মিলবে নাগরিকত্ব? জানুন কী জানাল কেন্দ্র

#রাজীব চক্রবর্তী, নয়াদিল্লি : সন্তান যখন নাবালক, তখন অভিভাবক ভারতীয় নাগরিকত্ব ছেড়েছেন। সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পর এদেশের নাগরিকত্ব ফিরে পেতে চাইলে আবেদন করতে পারবেন। নাগরিকত্ব দিতে পারে ভারত‌। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

তবে সেই সন্তান প্রাপ্তবয়স্ক বা ১৮ বছরে পা-রাখার এক বছরের মধ্যে আবেদন করতে হবে নাগরিকত্ব পাওয়ার জন্য। সঙ্গে দিতে হবে তাঁর অভিভাবকের নাগরিকত্ব ত্যাগের শংসাপত্র।

স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, নির্ধারিত ফি এবং সেই শংসাপত্র অনলাইনে জমা দিতে হবে। প্রাপ্ত রিসিপ্ট জমা দিতে হবে বিদেশে থাকলে সেখানকার ভারতীয় মিশন অথবা দেশে থাকলে সংশ্লিষ্ট জেলা শাসকের দফতরে। তারপরেই তাঁকে ঘোষণাপত্রে স্বাক্ষর এবং আনুগত্যের শপথবাক্য পাঠ করানো হবে। তবেই তিনি ভারতীয় নাগরিকত্ব পাবেন।

পুরো প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আবেদনকারীকে পাসপোর্ট, জন্মস্থান ইত্যাদির নথি জমা দিতে হবে। বিগত কয়েক বছরে প্রচুর সংখ্যক মানুষ ভারতীয় নাগরিকত্ব ছেড়েছেন। গত বাদল অধিবেশনে লোকসভায় বহুজন সমাজ পার্টির সাংসদ হাজি ফজলুর রহমানের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন ২০২১ সালে ১,৬৩,৩৭০ জন ভারতীয় নাগরিক, এদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন। ২০২০ সালে এই সংখ্যাটা ছিল ৮৫,২৫৬। ২০১৯ সালে, ১,৪৪,০১৭ জন ভারতীয় তাঁদের নাগরিকত্ব ত্যাগ করেন।

গত এক বছরে ব্যাপকভাবে বেড়েছে এদেশ ছেড়ে চলে যাওয়া মানুষের সংখ্যা। ২০১৯ থেকে শুরু করে এখনও অবধি এদেশের নাগরিকত্ব ত্যাগকারী ভারতীয় নাগরিকদের সংখ্যা, দেশ ছেড়ে যাওয়ার কারণ এবং তাঁরা যে দেশে নাগরিকত্ব পেয়েছেন সে সম্পর্কে বিশদ জানতে চেয়েছিলেন ফজলুর রহমান।

২০২০ সালে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব নেন ১৩,৫১৮ জন ভারতীয়। কানাডায় প্রচুর পরিমাণে ভারতীয় প্রতি বছর পড়াশোনা এবং চাকরি করতে যান। ২০২১ সালে মোট ২১,৫৯৭ ভারতীয় কানাডার নাগরিকত্ব বেছে নিয়েছেন।

গত বছরের ডিসেম্বরে সংসদ অধিবেশনে, নিত্যানন্দ রাই জানান, ৩০ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত বিগত সাত বছরে ৮.৫ লক্ষেরও বেশি ভারতীয় নাগরিক তাঁদের নাগরিকত্ব ত্যাগ করেছেন।

(Feed Source: news18.com)