পাথরের হামলার জের, বাড়ছে বন্দে ভারত এক্সপ্রেসের নিরাপত্তা

পাথরের হামলার জের, বাড়ছে বন্দে ভারত এক্সপ্রেসের নিরাপত্তা

#কলকাতা: যাত্রা শুরুর পর দ্বিতীয় দিনেই পাথরের হামলা। যার জেরে বন্দে ভারত এক্সপ্রেসের বাড়ল নিরাপত্তা। বিশেষ করে কোচের মধ্যে বাড়ল নিরাপত্তা। এবার থেকে অতিরিক্ত সংখ্য়ায় আরপিএফ ও আরপিএসএফ জওয়ানদের মোতায়েন করা হবে। এর পাশাপাশি রাজ্যের কাছে অনুরোধ করে রেল পুলিশ দেওয়া হল।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন,’দীর্ঘ ৫৬১ কিলোমিটার যাত্রা পথের গোটাটায় তো আরপিএফ বা জিআরপি দেওয়া সম্ভব নয়৷ আর এখানে পাথর ছোড়ার ইতিহাস নতুন নয়৷ আমরা চেষ্টা চালাচ্ছি বিভিন্ন স্টেশনে প্রচার চালানোর। এ ছাড়া আমরা মাইকিং শুরু করেছি। এমন কি, লিফলেট দেওয়ার কাজও শুরু হবে।’

পূর্ব রেল সূত্রে খবর, কোনও স্টেশনে এই ঘটনা ঘটেনি। দু’টি স্টেশনের মধ্যবর্তী জায়গায় এটা ঘটেছে। বারসই ছাড়ার পরে, মালদা থেকে ২৫ কিলোমিটার আগে গতকাল সন্ধ্য়ার দিকে পাথর ছোড়া হয় বলে অভিযোগ।ইতিমধ্যেই রেল এফআইআর দায়ের করেছে। কাটিহার ডিভিশন পাথর হামলার ঘটনার তদন্ত শুরু করেছে৷

অন্যদিকে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে আধিকারিকরা আসছেন। তাঁরাই এই ট্রেনের স্লাইডিং দরজা সারাবেন। আপাতত জোড়াতালি দিয়েই চলবে ট্রেন। আগামিকাল, বুধবার যেহেতু ট্রেনের পরিষেবা নেই তাই এই কাজ কাল সেরে ফেলা হতে পারে।

(Feed Source: news18.com)