‘ঘর না পেলে বিডিও অফিসে ঢিল মারুন’, বন্দে ভারত এক্সপ্রেসে হামলার পাল্টা দাওয়াই সুকান্তর

‘ঘর না পেলে বিডিও অফিসে ঢিল মারুন’, বন্দে ভারত এক্সপ্রেসে হামলার পাল্টা দাওয়াই সুকান্তর

কলকাতা : “ঘর না পেলে বিডিও অফিসে ঢিল মারুন”। বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express) হামলার জবাবে পাল্টা দাওয়াই দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তিনি বলেন, “তদন্ত হোক। কারা ঢিল মারছে, তারা ধরা পড়ুক। ঢিল মারা বন্ধ হোক। ঢিল মারতে হলে উপযুক্ জায়গায় গিয়ে মারুন। যেখানে মারার দরকার সেখানে মারুন। ঘর পাচ্ছেন না, পারলে বিডিও অফিসে ঢিল মারুন।”

পরপর দু’দিন হামলা-

মালদার পরে এবার জলপাইগুড়ি। পরপর দু’দিন বন্দে ভারত এক্সপ্রেসের ওপর হামলা হল। রেলের দাবি, গতকাল ভরদুপুরে নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢোকার সময় নতুন সেমি হাইস্পিড ট্রেন লক্ষ্য করে পাথরবৃষ্টি শুরু হয়। পাথরের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় বন্দে ভারত এক্সপ্রেসের C-3 ও C-6 কামরা।

এর আগে সোমবার, বাংলায় যাত্রা শুরুর দ্বিতীয় দিনে মালদার কুমারগঞ্জ স্টেশনের কাছে বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোড়া হয়। ভেঙে যায় C-13 কামরার দরজার কাচ। ক্ষতিগ্রস্ত হয় ট্রেনের জানলা। এই ঘটনায় নর্থ-ইস্ট  ফ্রন্টিয়ার রেলের তরফে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে সামসি স্টেশনে RPF-এর কাছে অভিযোগ দায়েরের পাশাপাশি, রেলের কাটিহার ডিভিশন তদন্ত শুরু করেছে।

নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে হামলার ঘটনায় নিজেরাই FIR করে তদন্ত শুরু করেছে RPF। এদিন RPF-এর উচ্চপদস্থ কর্তারা GRP-র সঙ্গে বৈঠক করেন। RPF-এর কাটিহার ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি কমাডান্ট এম ডি ফারুখ বলেন, গতকাল রাতেই FIR করা হয়েছে। কে বা কারা বন্দে ভারত এক্সপ্রেসের ওপর হামলা চালাল, তা নিয়ে তদন্ত চলছে।

এদিকে এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মালদার ঘটনার পর গতকালই প্রতিক্রিয়া জানাতে গিয়ে সুকান্ত মজুমদার বলেছিলেন, “মুখ্যমন্ত্রীকে দেখে জয় শ্রীরাম বলায় তাঁর হয়ত রাগ আছে। এনআরসি-র সময় যাদের দিয়ে ট্রেন পোড়ানো হয়েছিল, তাদের দিয়েই হামলা চালানো হয়েছে।” এর আগে, একই অভিযোগ তুলেছিলেন শুভেন্দু। সমাজ মাধ্যমে প্রশ্ন তোলেন তিনি, ‘বন্দে ভারতের উদ্বোধনী অনুষ্ঠানে জয় শ্রীরাম স্লোগান ওঠার বদলা নয় তো?’ এই ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থাকে নামানোর দাবিও তোলেন শুভেন্দু। প্রধানমন্ত্রী এবং রেলমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন। যদিও তৃণমূল তাঁর অভিযোগ খারিজ করে দেয়।

এরপর আজ বন্দে ভারত এক্সপ্রেসে হামলার ঘটনায় সিবিআই নয়, সিআইডি তদন্তের কথা বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। তিনি বলেছেন, ‘রাজ্য পুলিশ যথেষ্ট দক্ষ, তাদেরকে দিয়েই তদন্ত হোক। রাজ্য পুলিশ অবিলম্বে মামলা রুজু করুক’।

(Feed Source: abplive.com)