‘যদি ওর পদবি খান হত..’,এয়ার ইন্ডিয়ার বিমানে প্রস্রাব কাণ্ড নিয়ে বিস্ফোরক বিবেক!

‘যদি ওর পদবি খান হত..’,এয়ার ইন্ডিয়ার বিমানে প্রস্রাব কাণ্ড নিয়ে বিস্ফোরক বিবেক!

মদ্যপ অবস্থায় মহিলা সহ-যাত্রীর কম্বলের ওপর প্রস্রাব করে দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। প্যারিস-দিল্লির এয়ার ইন্ডিয়ার বিমানে এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবারই বেঙ্গালুরু থেকে শঙ্কর মিশ্রা নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারির ঠিক আগে এই ঘটনা নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ পরিচালক। বিতর্কিত বিষয় নিয়ে নিজের মতামত জাহির করতে ওস্তাদ বিবেক, এবারও পিছু হটলেন না তিনি। এক সাংবাদিককে জবাব দিতে গিয়ে পরিচালক লেখেন, তিনি খুব উৎসুক এটা জানতে যদি মিশ্রা না হলে অভিযুক্তর পদবি খান হত, তাহলে কী প্রতিক্রিয়া হত সকলের?

জানা গিয়েছে, গত ২৬ নভেম্বর প্যারিস-দিল্লির বিমানে এই ঘটনা ঘটে যায়। অভিযোগ গ্রেফতার শঙ্কর মিশ্রা এক মহিলা সহ-যাত্রীর গায়ে প্রস্রাব করে দেন। ‘দ্য কাশ্মীর ফাইলস’ পরিচালক একটি টুইট শেয়ার করে লেখেন ‘আরফা হোক বা রাজদীপ, মিডিয়াই ভেদাভেদ তৈরি করে। যদি অভিযুক্তর পদবি খান হত, তাহলে এতক্ষণে তাঁকে আপনারা নিগ্রহের শিকার বলে ধরে নিতেন।’ প্রকৃত টুইটটিতে লেখা ছিল, মিশ্রা হোক বা খান, আইন সবার জন্য সমান হওয়া উচিত।

শনিবার মুম্বইয়ের ব্যবসায়ী শঙ্কর মিশ্রাকে এয়ার ইন্ডিয়ার উড়ানে সহযাত্রীর গায়ে প্রস্রাব করার জেরে গ্রেফতার করে দিল্লি পুলিশ। গত বছর ২৬ নভেম্বর এয়ার ইন্ডিয়ার নিউ ইয়র্ক-দিল্লির বিমানের বিজনেস ক্লাসে মত্ত অবস্থায় শঙ্কর নামে ওই ব্যক্তি এক মহিলা সহযাত্রীর গায়ে প্রস্রাব করেন বলে অভিযোগ উঠেছে। যে মহিলা যাত্রীর বয়স ৭০-র কোঠায়। জানা গিয়েছে, দিল্লি পুলিশকে এই কাজে সহায়তা করেছে বেঙ্গালুরু পুলিশ। বোনের বাড়িতে গা ঢাকা দিয়েছিলেন অভিযুক্ত, বেঙ্গালুরুর সঞ্জয় নগর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। ইতিমধ্যেই তাঁকে চাকরি থেকে বরখাস্ত করেছে ক্যালিফোর্নিয়ার সংস্থা ওয়েলস ফারগো।

বিবেক অগ্নিহোত্রীর টুইট

শঙ্কর মিশ্রের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ২৯৪, ৫০৯, ৫১০ নং ধারার অধীনে মামলা রুজু করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ সত্য প্রমাণিত হলে তিন বছর পর্যন্ত মেয়াদের জন্য জেলে যেতে হতে পারে শঙ্করকে। এই মামলায় নড়েচড়ে বসেছে দিল্লির মহিলা কমিশনও। ইতিমধ্যেই পুলিশকে নোটিশ জারি করে এই হেনস্থার মামলার গতিপ্রকৃতি জানতে চেয়েছে, পাশাপাশি গোটা বিষয়কে ‘গুরুত্ব না দেওয়ায়’ এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের বিরুদ্ধেও উপযুক্ত ব্যবস্থা গ্রহণের কথা বলেছে মহিলা কমিশন।