লখনউ: পুলিশ সদর দফতরে চা পান করতে অস্বীকার করলেন অখিলেশ যাদব, বললেন- বিষ মেশানো হলে… আমরা বিশ্বাস করি না

লখনউ: পুলিশ সদর দফতরে চা পান করতে অস্বীকার করলেন অখিলেশ যাদব, বললেন- বিষ মেশানো হলে… আমরা বিশ্বাস করি না

পুলিশ সদর দফতরে উপস্থিত এসপি সভাপতি অখিলেশ যাদব।
ছবি: amar ujala

দলের টুইটার অপারেটরকে গ্রেফতার করায় ক্ষুব্ধ এসপি প্রধান অখিলেশ যাদব। এসময় সিগনেচার ভবনে উপস্থিত কয়েকজন পুলিশ কর্মকর্তা তাকে সংবর্ধনা দিতে ব্যস্ত ছিলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে চা খাওয়ান পুলিশ আধিকারিকরা। এ বিষয়ে তিনি বললেন, আমাদের চা পান করব। আমি তোমাকে বিশ্বাস করি না… চায়ে বিষ দিলে জানিনা। আমরা এবং আমাদের কর্মীরা নিজেরাই চা অর্ডার করব এবং পান করব।

মণীশকে গ্রেপ্তার করার পর, অখিলেশ সকাল ১১টার দিকে পুলিশ সদর দফতরের সিগনেচার বিল্ডিংয়ে পৌঁছেন। তার সঙ্গে দলের কয়েকজন সমর্থক ও বিশিষ্ট নেতাও উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে পুলিশ সদর দফতরে কোনও দায়িত্বশীল আধিকারিক না পৌঁছনোয় ক্ষোভ প্রকাশ করেন অখিলেশ। সেখানে উপস্থিত পুলিশ সদস্যদের কথা শুনলেন। ক্রমেই ঘটনাস্থলে এসপিদের ভিড় বাড়তে থাকে। পুলিশ সবাইকে প্রধান ফটকে আটকে দেয়। এতে ক্ষুব্ধ হয়ে সবাই স্লোগানে সড়কে বসে পড়েন। এদিকে আশপাশের থানার পুলিশ ডেকে যত্রতত্র ব্যারিকেডিং করা হয়েছে। পুলিশ ও এসপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি চলে দীর্ঘক্ষণ। এসপি কর্মীরা ব্যারিকেডিং ভাঙার চেষ্টা করছিলেন। এ সময় পুলিশ লাঠিচার্জ করে তাদের তাড়িয়ে দেয়।

দেখা করতে গোসাইনগঞ্জ কারাগারে যান

পুলিশ সদর দফতরের সিগনেচার বিল্ডিং থেকে বেরিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব সোজা চলে যান গোসাইনগঞ্জ জেলা কারাগারে। সেখানে তিনি দীর্ঘদিন জেলা কারাগারের কার্যালয়ে বসেন। এর পর মনীশ আগরওয়ালের সঙ্গে দেখা হয়। একই সঙ্গে তার প্রধান কর্মীদের জামিনের নির্দেশ দেন। প্রায় ঘণ্টাখানেক থাকার পর তিনি ফিরে যান। এসময় কারাগারের বাইরেও শত শত শ্রমিকের ভিড় জড়ো হয়।

(Feed Source: amarujala.com)