
লন্ডন: মানুষের হয়ে এবার আদালতে মামলা লড়বে রোবট। শুনতে অবিশ্বাস্য হলেও আগামী মাসেই এটা ঘটতে চলেছে বলে দাবি একটি রিপোর্টে!সেখান থেকে আরও জানা গিয়েছে যে, মূলত এই রোবট আইনজীবী আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা এআই দ্বারা চালিত। ফেব্রুয়ারিতে ট্রাফিক টিকিট সংক্রান্ত বিষয়ে এক মক্কেলের হয়ে আদালতে সওয়াল-জবাব করবে বিশ্বের প্রথম রোবট আইনজীবী।
এই এআই রোবটটি তৈরি করা হয়েছে ‘ডুনটপে’ নামে একটি স্টার্ট-আপের তরফে। জানা গিয়েছে, এটি চলবে স্মার্টফোনেই। আর তার মাধ্যমেই রিয়েল টাইমে আদালতের সওয়াল-জবাব শুনবে। এর পর হেডফোনের মাধ্যমে নিজের মক্কেলকে আইনি পরামর্শ দেবে এই রোবট আইনজীবী।
‘ডুনটপে’ আসলে একটি আইনি পরিষেবা সংক্রান্ত চ্যাটবট। ২০১৫ সালে যা আবিষ্কার করেছিলেন জোশ্যুয়া ব্রাওডার। ওই সংস্থার দাবি, তারাই বিশ্বের প্রথম রোবট আইনজীবীকে তৈরি করেছে। অবশ্য প্রথমে একে চ্যাটবট হিসেবেই লঞ্চ করা হয়েছিল। এটি এমন গ্রাহকদের আইনি পরামর্শ প্রদান করত, যাঁরা লেট ফি কিংবা জরিমানা সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যায় রয়েছেন। জোশ্যুয়ার দাবি, এআই রোবটটিকে ট্রাফিক টিকিট সংক্রান্ত মামলার বিষয়ে প্রশিক্ষণ দিতে অনেকটা সময় লেগে গিয়েছে। এর শুনানি পড়েছে আগামী ফেব্রুয়ারি মাসে। তবে রোবট নির্মাতারা এখনও পর্যন্ত সঠিক দিন-ক্ষণ, সঠিক স্থান এবং মক্কেলের নামের বিষয়ে কিছুই জানাননি।
আসলে ওই মক্কেলের বিরুদ্ধে ট্রাফিক টিকিট সংক্রান্ত মামলা করা হয়েছে। আদালতে শুনানির সময় তিনি তাঁর রোবট আইনি পরামর্শদাতার নির্দেশ অনুযায়ী নিজের বক্তব্য রাখবেন। এমনটাই দাবি করেছে বিজ্ঞান এবং প্রযুক্তি সংক্রান্ত প্রকাশনী নিউ সায়েন্টিস্ট-এর রিপোর্টে। সেখানে বলা হয়েছে, আদালতে মামলার প্রক্রিয়ার খুঁটিনাটি শুনবে এআই রোবটটি। এর পর সেটা বিশ্লেষণ করে সেই সংক্রান্ত বিষয়ে নিজের মক্কেলকে পরামর্শ দেবে সে। কিন্তু ওই মামলায় যদি হারতে হয়, তা-হলে? সেই বিষয়টাও পরিষ্কার করে দিয়েছেন জোশ্যুয়া। তাঁর বক্তব্য, আদালতে রোবট আইনজীবী মামলা হারলে যে কোনও জরিমানা পরিশোধ করতে রাজি হয়েছে ‘ডুনটপে’।
কিন্তু মামলা লড়তে এআই রোবটই কেন? আসলে ব্রিটেনে মামলা লড়ার জন্য এক জন আইনজীবী রাখার খরচ আকাশছোঁয়া। জোশ্যুয়ার দাবি, ট্রাফিক টিকিট সংক্রান্ত এই মামলাটি লড়ার জন্য মক্কেলের খরচ হতে পারে প্রায় ২০০ পাউন্ড থেকে ১০০০ পাউন্ড। এটা নির্ভর করবে মামলার পরিস্থিতির উপর। কিন্তু রোবট আইনজীবী মামলায় লড়লে মক্কেলের পকেটের উপর তেমন চাপ পড়বে না। ফলে জোশ্যুয়ার আশা, আগামীতে আইনজীবীর সংজ্ঞা বদলে যাবে। আইনজীবী হিসেবে কেউ থাকবেন না, বরং তাঁদের সরিয়ে জায়গা করে নেবে এআই রোবট আইনজীবী!
