তেলেঙ্গানায় রেল সংক্রান্ত 2,400 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী, বিস্তারিত জানুন

তেলেঙ্গানায় রেল সংক্রান্ত 2,400 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী, বিস্তারিত জানুন

তেলেঙ্গানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের আগে প্রস্তুতি শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 19 জানুয়ারি তেলঙ্গানায় রেল সংক্রান্ত 2,400 কোটি টাকার প্রকল্প চালু করবেন। এর পাশাপাশি তিনি হায়দরাবাদ এবং বিজয়ওয়াড়ার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের পতাকা উড়িয়ে দেবেন। সোমবার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর কর্মসূচির বিষয়ে জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 19 জানুয়ারি তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ সফরে যাচ্ছেন। এ সময় তিনি সেকেন্দ্রাবাদ রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এতে ব্যয় হবে প্রায় 700 কোটি টাকা। এছাড়াও তিনি কাজীপেটে ‘পিরিওডিক ওভারহলিং’ (পিওএইচ) ওয়ার্কশপের নির্মাণ কাজও শুরু করবেন।

বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মোদির রাজ্য সফরের পরিপ্রেক্ষিতে, রাজ্য বিজেপি সভাপতি এবং লোকসভা সদস্য বান্দি সঞ্জয় কুমার, ওবিসি মোর্চার জাতীয় সভাপতি এবং রাজ্যসভার সদস্য কে লক্ষ্মণ সেকেন্দ্রাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন এবং দক্ষিণ মধ্য রেলওয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন। সঙ্গে বৈঠক করেছেন।

এ ছাড়া একইভাবে সেকেন্দ্রাবাদ-মাহবুবনগর রেললাইনের ডাবলিংয়ের কাজও শুরু হবে বলে বিবৃতিতে বলা হয়েছে। এতে খরচ হবে 1,231 কোটি টাকা।