মাধবনের রকেট্রি থেকে আলফা বিটা গামা, কান চলচ্চিত্র উৎসবে এবার প্রদর্শিত হবে এইসব ভারতীয় সিনেমা

মাধবনের রকেট্রি থেকে আলফা বিটা গামা, কান চলচ্চিত্র উৎসবে এবার প্রদর্শিত হবে এইসব ভারতীয় সিনেমা

ভারতের সম্মান

প্রথমবার, ফরাসি ‘মার্চে’ ডু ফিল্মস’ বিভাগে ভারতকে সরকারি ‘সম্মানিক দেশ’ হিসাবে ঘোষণা করা হয়েছে। এই সম্মানের জন্য এই প্রথম কোনও দেশকে বেছে নেওয়া হয়েছে।তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর এই বছর রেড কার্পেটে ভারতীয় প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন বলে জানা গিয়েছে।

কান’এ প্রদর্শিত ভারতীয় ছবি

কান উৎসবে প্রদর্শিত হওয়ার জন্য ছয়টি ভারতীয় চলচ্চিত্রকে বেছে নেওয়া হয়েছে। ছবিগুলো হল মাধবনের হিন্দি, ইংরেজি, তামিল, ভাষার ছবি রকেট্রি -দ্য নাম্বি ইফেক্ট, মারাঠি নাটক থেকে অনুপ্রাণিত ছবি গোদাবরী , হিন্দি ছবি আলফা বেটা গামা, মিশিং বা অহমীয়া ছবি বুম্বা রাইড, ধুইন নামক হিন্দি, মারাঠি ভাষার ছবি এবং মালায়ালম ছবি নিরায়ে থাথাকালুল্লা মারাম বা ট্রি ফুল তোতাপাখি।

কানের রেড কার্পেট

তবে শুধুমাত্র ছবিগুলি প্রদর্শিত হবে তাই নয়, এই ছবির অভিনেতা অভিনেত্রী এবং কলাকুশলীরাও কানের রেড কার্পেটে হাঁটবেন। বিখ্যাত অভিনেতা আর মাধবন অত্যন্ত উচ্ছ্বসিত পাশাপাশি নার্ভাসও। তার কারণ হিসেবে তিনি জানিয়েছেন, “আমি খুব উত্তেজিত এবং নার্ভাসও। একজন অভিনেতা হিসাবে, যদি কারও ছবি কান চলচ্চিত্র উৎসবে যায়, সকলেই নার্ভাস হবেন। পরিচালক হিসাবে এটিও আমার প্রথম চলচ্চিত্র। তাই সত্যিই কী অনুভব হওয়া উচিত তা বুঝতে পারছি না।”

রকেট্রি – দ্য নাম্বি ইফেক্ট

অভিনেতা মাধবনের পরিচালনায় ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন মাধবন। মহাকাশ প্রকৌশলী নাম্বি নারায়ণনের জীবনের উপর ভিত্তি করে ছবিটি নির্মিত হয়েছে।

গোদাবরী

এটি একটি মারাঠি ফিচার।নিখিল মহাজনের ফিচার ছবিটি নিশিকান্ত দেশমুখ নামে একজন ব্যক্তির পরিবারির গল্প।

আলফা বিটা গামা

আলফা বিটা গামা

এটি একটি কমেডি ছবি। আলফা বেটা গামা ভারতের ৫২ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছিল।

বুম্বা রাইড

বুম্বা রাইড

অসমীয়া চলচ্চিত্র নির্মাতা বিশ্বজিৎ বোরা ছবিটি তৈরি করেছিলেন। দরিদ্র স্কুলের পরিপ্রেক্ষিতে ছবিটি তৈরি হয়েছিল। স্কুলের একমাত্র ছাত্র বুম্বা। তাকে ঘিরে তৈরি হয়েছে ছবিটি। এই ছবিটি কান অনুষ্ঠানে স্ক্রীনিং সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বিশ্বজিৎ বোরা বলেছেন, ভারতীয় চলচ্চিত্র কে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এই বিষয়টি। চলচ্চিত্রে প্রদর্শন করতে আমাদের রীতিমতো যুদ্ধ করতে হয়। কান এ ছবিটি প্রদর্শিত হলে একটি বড় বাজার পাওয়া যাবে। ছবিটি স্ক্রিনিং এ জায়গা পাওয়ায় তিনি অত্যন্ত খুশি।

কান উৎসবে ভারতীয় জুরি

কান উৎসবে ভারতীয় জুরি

চলতি বছরের কান উৎসবে জুরি সদস্য হিসেবে উপস্থিত রয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। উপস্থিত থাকবেন ঐশ্বর্য রাই বচ্চন, পূজা হেগড়ে, উর্বশী রাউতেলা, আর মাধবন, হিনা খান, হেলি শাহ, এআর রহমান, নওয়াজউদ্দিন সিদ্দিকী, তামান্না ভাটিয়া, রিকি কেজ, শেখর কাপুর, প্রসূন জোশি, বাণী ত্রিপাঠি প্রমুখ। অক্ষয় কুমারও এই বছর কানে যোগ দেবেন বলে ঠিক করা হয়েছিল। দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হওয়ার কারণে উপস্থিত হতে পারছেন না।

(Source: oneindia.com)