কার ‘চাপে’ অধিকারী ‘ঘনিষ্ঠে’র বিরুদ্ধে অভিযোগ? ৬ পুলিশকর্মীকে তলব সিবিআইয়ের

কার ‘চাপে’ অধিকারী ‘ঘনিষ্ঠে’র বিরুদ্ধে অভিযোগ? ৬ পুলিশকর্মীকে তলব সিবিআইয়ের

#অর্পিতা হাজরা, কলকাতা: কাঁথি টেন্ডার দুর্নীতিকাণ্ডে এবার অভিযোগকারী কাকলি পণ্ডার স্বামীকে নিজাম প্যালেসে তলব করল সিবিআই। তলব করা হল কাঁথি থানার ছয় পুলিশ আধিকারিককেও।

কাঁথি টেন্ডার দুর্নীতি কাণ্ডে অভিযোগকারিণী কাকলির বয়ান আগেই রেকর্ড করেছিল সিবিআই। এবার, তাঁর স্বামী তথা পুরসভার ইঞ্জিনিয়ার শান্তনু পণ্ডারও বয়ান রেকর্ড করলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। সিবিআই সূত্রের খবর, বুধবার নির্ধারিত সময়েই নিজাম প্যালেসে হাজির হন শান্তনু।

অন্যদিকে, কাঁথি টেন্ডার দুর্নীতি মামলা নিয়ে ইতিমধ্যেই প্রশ্নের মুখে পড়েছে পুলিশের ভূমিকা। সূত্রের খবর, কাকলির অভিযোগের সারবত্তা কী ছিল, কেন এমন অভিযোগ এনেছিলেন কাকলি, টেন্ডার দুর্নীতির রহস্যের পিছনে ঠিক কার হাত রয়েছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতেই এদিন কাঁথি থানার তদন্তকারী অফিসার-সহ মোট ছয় জন আধিকারিককেও নিজামে তলব করে সিবিআই। ছয় আধিকারিকের প্রত্যেকেই এদিন নথিপত্র নিয়ে নিজাম প্যালেসে আসেন।

গত ২৪ ডিসেম্বর কাঁথি থানায় একটি অভিযোগ দায়ের করেন পুরসভার ইঞ্জিনিয়ারের স্ত্রী কাকলি। তাঁর অভিযোগ ছিল, শুভেন্দুর ভাই সৌম্যেন্দু অধিকারী ঘনিষ্ঠ রামচন্দ্র পাণ্ডা বিরুদ্ধে। কাঁথি পুরসভার টেন্ডার দুর্নীতিতে এই রামচন্দ্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে নিজের অভিযোগপত্রে জানিয়েছিলেন কাকলি। এছাড়া, রামচন্দ্র পাণ্ডার ঠিকাদারি করার শংসাপত্র নেই বলেও উল্লেখ করেছিলেন সেখানে। এই অভিযোগের ভিত্তিতে গত ২৭ ডিসেম্বর রামচন্দ্রকে গ্রেফতার করে কাঁথি থানার পুলিশ। পরে হাইকোর্টের নির্দেশে অবশ্য জানুয়ারির শুরুতে জামিন পান রামচন্দ্র।

কিন্তু, দিনকয়েক পরেই উল্টে যায় পাশা। অভিযোগকারীণি কাকলি পণ্ডা কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে দাবি করেন, কোনও প্রভাবশালী ব্যক্তিই তাঁকে জোর করে ওই অভিযোগপত্রে সই করিয়েছিলেন। এরপরেই গোটা ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেয় আদালত। হাইকোর্টের নির্দেশে অভিযোগকারিণী ও তাঁর পরিবারকে নিরাপত্তা দেওয়ার নির্দেশও দেওয়া হয়। এদিন নিরাপত্তাবাহিনীর জওয়ানেরাই অভিযোগকারিণীর স্বামী শান্তনুকে পাহারা দিয়ে নিজাম প্যালেসে নিয়ে আসেন। এর আগে কাঁথির আইসি অমলেন্দু বিশ্বাসকেও তলব করেছিলেন সিবিআই গোয়েন্দারা।

Feed Source: news18.com)