একাধিক বিদেশি যাত্রীর শরীরে মিলছে ওমিক্রনের নয়া প্রজাতি! সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী

একাধিক বিদেশি যাত্রীর শরীরে মিলছে ওমিক্রনের নয়া প্রজাতি! সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চিনের অবস্থা প্রকাশ্যে আসার পরই করোনা সংক্রমণ নিয়ে বাড়তি সতর্কতা নিয়েছে কেন্দ্রীয় সরকার। এদিন স্বাস্থ্য দফতরের বক্তব্য, বিদেশ থেকে আগত যাত্রীদের থেকেই বৃদ্ধি পাচ্ছে কোভিড হানা।  কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডভিয়া বুধবার বলেছেন, ওমিক্রন সাব-ভারিয়েন্ট বিএফ৭, যা চিনে নতুন করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির পিছনে রয়েছে সেই ভ্যারিয়্যান্ট এদেশে আন্তর্জাতিক বিমান যাত্রীদের থেকেই ছড়াচ্ছে।

ইতোমধ্যেই ২০০ কোভিড-পজিটিভ নমুনা পাওয়া গিয়েছে, যার জিনোম সিকোয়েন্স করা হয়েছে। এদিন বই প্রকাশের পাশাপাশি মান্ডভিয়া বলেন, ১৫ লক্ষেরও বেশি আন্তর্জাতিক বিমান যাত্রীদের এখনও পর্যন্ত স্ক্রিনিং করা হয়েছে এবং ২০০ জনের বেশি কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। ২০০ টি নমুনার জিনোম সিকোয়েন্সিংয়ে দেখা গিয়েছে যে বিএফ.৭ ভ্যারিয়্যান্ট বেশ কয়েকজন যাত্রীর দেহে উপস্থিত ছিল। তিনি বলেন, ‘তবে আমাদের ভ্যাকসিন এই উপ-ভ্যারিয়েন্টটির বিরুদ্ধে কার্যকর।’

এর আগে ৯ জানুয়ারি স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছিল, ২৯ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারির মধ্যে কমিউনিটি থেকে ৩২৪টি কোভিড-পজিটিভ নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে বিএ২ এবং এর সাব-লাইন বিএ ২.৭৫, এক্সবিবি (৩৭), বিকিউ ১ এবং বিকিউ ১.১(৫) সহ সব ওমিক্রন ভ্যারিয়্যান্ট রয়েছে।

অন্যদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, চিনে যে করোনা-ঢেউ আছড়ে পড়েছে, সেটা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিতে বিশেষ প্রভাব ফেলবে না। মঙ্গলবার এমনই এক স্বস্তির বার্তা দিল তারা। তবে পাশাপাশি ‘হু’ এ-ও জানিয়েছে, নতুন করে করোনা নিয়ে বাড়বাড়ন্তের বিষয়টি নিয়ে একেবারে নিশ্চিন্ত হয়ে বসে থাকারও কোনও যুক্তি নেই! ফ্রান্স, ইতালি, ব্রিটেন, জার্মানি, নেদারল্যান্ডস-সহ ইউরোপীয় ইউনিয়নের বহু দেশ যখন চিন থেকে আসা যাত্রীদের উপর কড়া কোভিডবিধি জারি করেছে, ঠিক তার একদিন পরেই ‘হু’র এ ধরনের মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

(Feed Source: zeenews.com)