পশ্চিমবঙ্গ: গ্রেফতারকৃত ISIS সন্ত্রাসী আদালতে তালেবানী স্লোগান দিয়েছে

পশ্চিমবঙ্গ: গ্রেফতারকৃত ISIS সন্ত্রাসী আদালতে তালেবানী স্লোগান দিয়েছে

পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) আব্দুল রাকিব কুরেশিকে খন্ডোয়া থেকে গ্রেফতার করেছে।
– ছবি: এজেন্সি (ফাইল ছবি)

কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) মধ্যপ্রদেশ থেকে গ্রেপ্তার হওয়া আইএসআইএস সন্ত্রাসী জিজ্ঞাসাবাদে প্রতিদিনই নতুন নতুন তথ্য জানাচ্ছে। 2009 সালে, তাকে হিন্দু সম্প্রদায়ের একজন ব্যক্তিকে হত্যা করার চেষ্টা করার জন্য গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। পুলিশের মতে, 2014 সালে খান্ডোয়া আদালতে তার উপস্থিতির সময়, তিনি তালেবানী স্লোগান তুলেছিলেন বলে অভিযোগ। এরপর তাকে আবার কারাগারে রাখা হলেও জামিনে মুক্তি পান।

জেল থেকে ছাড়া পাওয়ার পর তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কলকাতা সংলগ্ন হাওড়ায় ধরা পড়া সন্ত্রাসী মহম্মদ সাদ্দাম ও সাঈদ আহমেদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তিনজনেরই বাংলা ও মধ্যপ্রদেশের বাইরে দেখা করার কথা ছিল। বৃহস্পতিবার সকালে এসটিএফের ডেপুটি কমিশনার আইপিএস ভি সোলেমান নেশা কুমার এ তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন, তিন সন্ত্রাসীকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। বুধবার রাকিবকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয় যেখান থেকে তাকে ২৩ জানুয়ারি পর্যন্ত পুলিশি রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সোমবার মধ্যপ্রদেশের খান্ডোয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গত ৬ জানুয়ারি হাওড়া থেকে মোহাম্মদ সাদ্দাম ও সাঈদ আহমেদ নামে দুই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। দুজনকে জিজ্ঞাসাবাদ করে রাকিবের বিষয়ে তথ্য পাওয়া গেছে।

(Feed Source: amarujala.com)