১৮ রিটেক, ৬০ দিনের কোরিওগ্রাফি, গোল্ডেন গ্লোবজয়ী ‘নাটু’ নির্মাণের কাহিনি জানেন!

১৮ রিটেক, ৬০ দিনের কোরিওগ্রাফি, গোল্ডেন গ্লোবজয়ী ‘নাটু’ নির্মাণের কাহিনি জানেন!

মুম্বই: প্রথমবার এশিয়ান গান ‘নাটু নাটু’ পেল গোল্ডেন গ্লোব। গর্বিত ভারত। আনন্দে উচ্ছ্বসিত গোটা দেশ। কিন্তু জানেন কি, এই পুরস্কার পাওয়ার আগে কতটা পরিশ্রম করতে হয়েছে এস এস রাজামৌলির ‘আর আর আর’ ছবির তারকাদের? কেবলমাত্র এই গানটির দৃশ্যায়নের জন্য প্রবল ঘাম ঝরাতে হয়েছে সকলকে! কীভাবে তৈরি হয়েছে গোল্ডেন গ্লোব জয়ী এই গান?

‘নাটু’ অর্থাৎ ‘নাচ’। ব্রিটিশ শাসিত ভারতে ভিনদেশীদের সামনে রাম (রামচরণ) এবং ভীম (জুনিয়র এনটিআর) তাদের দেশীয় নাচের ঝলক দেখাতে নেমেছিল। আর তাতেই হয়ে গেল বাজিমাত। দুই ভারতীয়র এনার্জির সামনে ব্যর্থ ব্রিটিশরা। গল্পে এই দৃশ্যায়ন দেখানো হয়েছিল ‘নাটু নাটু’ গানে। আর তার জন্য কোরিওগ্রাফারের কৃতিত্ব অপরিসীম। যা কল্পনা করা যায় না, তাই ঘটিয়ে ফেলেছেন তাঁরা ওই কঠিন নাচের জন্য।
নাচের ভিডিও দেখুনঃ https://youtu.be/OsU0CGZoV8E

(Feed Source: news18.com)