সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: ‘শুধু টেট (TET) চাকরিপ্রার্থীরাই নন, টাকা তোলা হয়েছে আপারপ্রাইমারি (Upper Primary) ও সংগঠক শিক্ষক পদের জন্যও।’ বিস্ফোরক দাবি মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya) ঘনিষ্ঠ তাপস মণ্ডলের (Tapas Mondal)।
বিস্ফোরক দাবি তাপসের: নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক দাবি করে, নতুন বিতর্ক উস্কে দিয়েছেন তাপস মণ্ডল। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ও জেলবন্দি তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তাপসের দাবি, নিয়োগ দুর্নীতিতে ১০০ কোটি টাকার খেলা হয়েছে। এদিন এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি বলেন, “৩২৫ জন টেট চাকরিপ্রার্থীর কাছে মাথাপিছু ১ লক্ষ টাকা নেওয়া হয়েছে।সংগঠক শিক্ষক পদে ২৬০০ জনের কাছে মাথাপিছু ৫০ হাজার টাকা নিয়েছেন কুন্তল ঘোষ। আপার প্রাইমারি চাকরি প্রার্থী ১০০ জনের কাছে মাথাপিছু ২ লক্ষ টাকা নেওয়া হয়েছে। এই বিপুল পরিমাণ টাকার প্রতিটি রশিদে সই যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের।’
নিয়োগ দুর্নীতি মামলায় তোলপাড় রাজ্য-রাজনীতি। এরই মধ্যে এবার বিস্ফোরক দাবি মানিক ঘনিষ্ঠ তাপসের। কিন্তু, ১০০ কোটির দুর্নীতি করল কারা? আগেই তাপস মণ্ডলের মুখে শোনা গেছে কুন্তল ঘোষ নামে হুগলির এক যুব তৃণমূল নেতার নাম। এদিন তাপস বলেন, “সিবিআইয়ের কাছে শুধু ১৯ কোটি টাকার হিসেব দিয়েছি। এছাড়াও অনেক ছাত্র-ছাত্রীর কাছে টাকা তুলেছেন কুন্তল।’’ চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলার পরিমাণ ১০০ কোটি ছাড়াতে পারে, আশঙ্কা তাপসের। কুন্তল টাকা নিলেও, কেউ চাকরি পায়নি বলে দাবি তাপস মণ্ডলের।বারবার কুন্তলকে টাকা ফেরত দিতে বললেও, টাকা ফেরত দেয়নি, অভিযোগ তাপসের।’কুন্তল আমাকে মানহানির নোটিস পাঠিয়েছে, কিন্তু আমার কাছে সব তথ্যপ্রমাণ আছে।’বিস্ফোরক দাবি মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলের।
CBI সূত্রে দাবি, তাদের কাছে কুন্তলের নাম জানিয়েছিলেন তাপস মণ্ডলই। এরপরই বুধবার দু’জনকে নিজাম প্যালেসে তলব করা হয়। মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁদের।আইনজীবী পিন্টু কারারের মাধ্য়মে তাপস মণ্ডলকে আইনি নোটিস পাঠিয়েছেন কুন্তল ঘোষ। যেখানে বলা হয়েছে, অসৎ উদ্দেশ্য়ে, ইচ্ছাকৃতভাবে, সম্মানহানি ও ভাবমূর্তি কালিমালিপ্ত করার জন্য় এই মন্তব্য় করা হয়েছে। আমার মক্কেল সিবিআইয়ের সামনে এমন কিছু বলেছেন কিনা, তার কোনও প্রমাণ নেই।
(Feed Source: abplive.com)