কত্থক শিল্পীদের ‘অপমান’, বিমানে প্রস্রাব কাণ্ডে আজব সওয়াল মিশ্রার আইনজীবীর

কত্থক শিল্পীদের ‘অপমান’, বিমানে প্রস্রাব কাণ্ডে আজব সওয়াল মিশ্রার আইনজীবীর

#নয়াদিল্লি: নেশাগ্রস্ত অবস্থায় সহযাত্রী প্রবীণ মহিলার গায়ে মূত্রত্যাগ করেছিলেন। আপাতত, সেই অপরাধে গারদে জায়গা হয়েছে এয়ার ইন্ডিয়ার অভিযুক্ত যাত্রী শঙ্কর মিশ্রার। কিন্তু, তাতেও বিন্দুমাত্র অনুতপ্ত নন তিনি। নিজের দোষ ঢাকতে গিয়ে আজ যা বললেন, তাতে সকলেরই চক্ষুচড়কগাছ।

এদিন দিল্লির পাটিয়ালা হাউজ কোর্টে এই মামলার শুনানি ছিল। শুনানি চলাকালীন আদালতে অভিযুক্ত যাত্রী শঙ্কর মিশ্রার আইনজীবী দাবি করেছেন, যে প্রবীণ মহিলা, শঙ্কর মিশ্রার বিরুদ্ধে তাঁর গায়ে প্রস্রাব করে দেওয়ার অভিযোগ এনেছিলেন, বিমানে তাঁর আসন ঘেরা ছিল। সেই ঘেরাটোপ পেরিয়ে তাঁর মক্কেলের পক্ষে ওই মহিলার গায়ে মূত্রত্যাগ করা সম্ভব নয়। ওই মহিলা নিজেই প্রস্রাব করে তাঁর পোশাক ভিজিয়ে ফেলেছিলেন বলে দাবি করেছেন শঙ্কর মিশ্রার আইনজীবী।

এখানেই শেষ নয়, এর পরেই বীভৎস আরেক যুক্তি খাড়া করেছেন ওই আইনজীবী। তাঁর দাবি, ওই মহিলা কত্থক শিল্পী। বহু কত্থক নৃত্যশিল্পীরই নাকি এই ধরনের সমস্যা থাকে।

আদালতে মিশ্রার আইনজীবীর সওয়ালের এই অংশ সামনে আসার পর থেকেই নিন্দার ঝড় বইতে শুরু করেছে সব মহলে। নৃত্যশিল্পী থেকে রাজনৈতিক নেতা প্রত্যেকেই সরব হচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। মিশ্রার আইনজীবীর লাইসেন্স বাতিল করারও দাবি উঠেছে।

এদিকে, আদালত এদিন জানিয়েছে, ঘটনার দিন শঙ্কর মিশ্রা কী ধরনের মদ খেয়েছিলেন তা জানতে হবে তদন্তকারীদের। প্রয়োজনে বৈজ্ঞানিক পরীক্ষাও করা হবে।

বিচারক এদিন বলেন, “অভিযুক্ত ব্যক্তি তদন্তে সহায়তা করেননি। উপরন্তু, গ্রেফতারি এড়াতে নাম ভাঁড়িয়ে গেস্ট হাউজে লুকিয়ে ছিলেন।”

দুদিন আগেই এয়ার ইন্ডিয়া বিমানে প্রস্রাব কাণ্ডে ধৃত শঙ্কর মিশ্রার জামিনের আবেদন খারিজ করে দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোমল গর্গ। গোটা ঘটনাকে অত্যন্ত ঘৃণ্য ও নোংরা বলে তীব্র নিন্দা করেন তিনি।

নিউইয়র্ক-দিল্লির এয়ার ইন্ডিয়া বিমানে সহযাত্রী বৃদ্ধার উপরে নেশাগ্রস্ত অবস্থায় মূত্রত্যাগ করার অভিযোগ উঠেছে মুম্বইয়ের ব্যবসায়ী শঙ্কর মিশ্রার বিরুদ্ধে। ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। চাপের মুখে দ্রুত ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে পুলিশও। অনেক কাঠখড় পোড়ানোর পরে অবশেষে ধরা পড়েছে অভিযুক্ত।

(Feed Source: news18.com)