তখনও অজানা মৃত্যু, ফেসবুক লাইভে ধরা পড়ল নেপাল দুর্ঘটনার ভয়াবহ মুহূর্তের ভিডিও

তখনও অজানা মৃত্যু, ফেসবুক লাইভে ধরা পড়ল নেপাল দুর্ঘটনার ভয়াবহ মুহূর্তের ভিডিও

#নেপাল: রবিবার সকালে নেপালের পোখরায় ভয়াবহ বিমান দুর্ঘনায় ৭২ জনের প্রাণ চলে গিয়েছে। তার মধ্যে ৫ জন ভারতীয়। এখনও পর্যন্ত ধ্বংসাবশেষ থেকে অনেকের দেহও বের করে আনা সম্ভব হয়নি। এর মধ্যেই সামনে এসেছে বিমান দুর্ঘটনার শেষ মুহূর্তের ভয়াবহ সেই ভিডিও।

সোনু জায়সওয়াল। নেপালের ইয়েতি এয়ারলাইন্সের অভিশপ্ত বিমানে সওয়ার ছিলেন তিনিও। পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের ঠিক আগে ফেসবুক লাইভ করছিলেন সোনু। তাঁর সঙ্গে তাঁর তিন বন্ধুও ছিলেন। সোনুর সেই ফেসবুক লাইভেই ধরা পড়েছে দুর্ঘটনার মুহূর্ত।

ভিডিয়োয় দেখা যাচ্ছে, স্বচ্ছ আবহাওয়ায় নীচে ঝকঝক করছে পোখরা শহর। ছোট ছোট ঘরবাড়ি, রাস্তা। বিমানের জানলা দিয়ে সেই দৃশ্যই ফেসবুক লাইভে দেখাচ্ছিলেন সোনু। খুশি ছিলেন। কিন্তু তাঁর সেই আনন্দ মুহূর্তেই বদলে যায় আতঙ্কে। কান ভরে ওঠে যাত্রীদের চিৎকারে।

প্রথমে প্রবল বিস্ফোরণের শব্দ। আর তার পর সঙ্গে সঙ্গেই বিমানের জানলা, যেখান থেকে মাত্র ১০ সেকেন্ড আগেও ছবির মতো পোখরা শহরকে দেখা যাচ্ছিল, সেখানেই দেখা যাচ্ছে আগুনের গনগনে শিখা।

রবিবার সকাল ১০ টা ৩২ মিনিটে ৬৮ জন যাত্রী ও ৪ বিমানকর্মী নিয়ে কাঠমাণ্ডু থেকে পোখরার উদ্দেশে রওনা দিয়েছিল ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি। কিন্তু পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের ঠিক ১০ সেকেন্ড আগে মাঝআকাশেই আগুন লেগে যায় প্লেনে। হুড়মুড়িয়ে তা ভেঙে পড়ে শ্বেতী নদীর কাছে।

নেপালের বিমানদুর্ঘটনায় বিমানে থাকা ৭২ জনেরই মৃত্যু হয়েছে। মৃত্যু হয়েছে সোনু জায়সবাল (৩৫) সহ ৫ ভারতীয়র। তাঁদের নাম, অভিষেক কুশওয়াহা (২৫), বিশাল শর্মা (২২) এবং অনিল কুমার রাজবর (২৭)।

সন্তানলাভের আশায় পশুপতিনাথের কাছে মানত করেছিলেন সোনু। তাঁর সেই মনোবাঞ্ছা পূরণও করেছিলেন পশুপতিনাথ। তার পরেই বন্ধুদের নিয়ে নেপালের পশুপতিনাথ মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন তিনি। আর সেই সফরেই বিপর্যয়।

(Feed Source: news18.com)