Nepal Plane Crash: অবশেষে উদ্ধার ব্ল্যাকবক্স! এবার সামনে আসবে নেপাল বিমানদুর্ঘটনার প্রকৃত কারণ…

Nepal Plane Crash: অবশেষে উদ্ধার ব্ল্যাকবক্স! এবার সামনে আসবে নেপাল বিমানদুর্ঘটনার প্রকৃত কারণ…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিমান দুর্ঘটনা হলে সব থেকে বেশি নজর থাকে ব্ল্যাকবক্স উদ্ধার হওয়ার দিকে। কেননা, সেখানেই থাকতে পারে সব চেয়ে নিশ্চিত তথ্য। নেপালে দুর্ঘটনার কবলে পড়া বিমানেরও ব্ল্যাক বক্স অবশেষে উদ্ধার হল। উদ্ধার হল প্রায় ২৪ ঘণ্টা পরে। শের বাথ ঠাকুর নামক বিমানবন্দরের এক আধিকারিক জানিয়েছেন, সোমবার সকালে ব্ল্যাক বক্সটি পাওয়া গিয়েছে। এবং সেটি বেশ ভালো অবস্থাতেই রয়েছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: Peru’s Political Crisis: এখনও পর্যন্ত মৃত্যু ৪২ জনের! সরকারবিরোধী বিক্ষোভের আগুন নিভছেই না পেরুতে…

নেপালের ইয়েতি এয়ারলাইন্সের ভেঙে পড়া বিমানের প্রায় সব যাত্রীই নিহত। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ৬৮ যাত্রী ও ৪ ক্রু-র মধ্যে ৬৮ জনের দেহ উদ্ধার হয়েছে। এঁদের মধ্যে রয়েছেন ১৫ জন বিদেশি নাগরিক। ওই বিদেশি নাগরিকদের মধ্যে ছিলেন ৫ ভারতীয়ও। পোখরা বিমানবন্দরে অবতরণের ১০-২০ সেকেন্ড আগে বিমানটি ভেঙে পড়ে। দুর্ঘটনায় কয়েক মুহূর্ত আগেই বিমানযাত্রার ফেসবুক লাইভ করছিলেন এক ভারতীয় যাত্রী। তাঁর মোবাইল ক্যামেরায় ধরা পড়েছে দুর্ঘটনার দৃশ্য।

ভিডিয়োটিতে দেখা যাচ্ছে বিমানটি নীচ দিয়ে উড়ছিল। নামার কয়েক মুহূর্ত আগের দৃশ্য হওয়ায় বিমানের জানালা দিয়ে নীচে বাড়িঘর দেখা যাচ্ছে। বিমানের ভেতরে যাত্রীরা বেশ খোস মেজাজেই রয়েছেন। যে ব্যক্তি ভিডিয়ো করছিলেন তিনি সফর বেশ উপভোগই করছিলেন। আচমকাই আলোর ঝলকানি, জানালা দিয়ে বাইরে দেখা যাচ্ছে আগুনের ছবি। সঙ্গে কিছু যান্ত্রিক শব্দ। তার পর সব শেষ! পোখরা বিমানবন্দর সূত্রে খবর, কাঠামান্ডু থেকে পোখরা ২৫ মিনিটের পথ। উড়ানের ২০ মিনিট পরই পোখরা বিমানবন্দরের আগে সেতি-গণ্ডকী নদীর তীরে বিমানটি ভেঙে পড়ে। ৩৬টি দেহ মেলে নদীর কাছের এক গর্তে।

দেশের বিভিন্ন শহরকে বিমান পরিবহণে যুক্ত করেছে নেপাল সরকার। কিন্তু তা করতে গিয়ে গত কয়েক বছরে একের পর এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বহু যাত্রী। ২০১৩ সালেই নেপালের বিমান পরিবহণ সংস্থাকে কালো তালিকাভুক্ত করেছিল ইউরোপীয় ইউনিয়ন। গতবছর মে মাসে এক বিমান দুর্ঘটনায় নিহত হন ২২ জন। সেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ৪ ভারতীয়রও। ১৯৯২ সালে পাকিস্তান এয়ারলাইন্সের এক বিমান  ভেঙে পড়ে নেপালে। সেই দুর্ঘটনায় নিহত হয়েছিলেন ১৬৭ জন।

(Feed Source: zeenews.com)