কারা আসতেন কুন্তলের কাছে? নিয়োগ দুর্নীতি মামলায় তথ্য তলব সিবিআইয়ের

কারা আসতেন কুন্তলের কাছে? নিয়োগ দুর্নীতি মামলায় তথ্য তলব সিবিআইয়ের

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে (Kuntal Ghosh) তলব। নিজাম প্যালেসে হাজিরা তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষের। কুন্তল সংক্রান্ত তথ্য তলব করা হয়েছে তাপস মণ্ডলের কাছেও।

কুন্তল ঘোষকে তলব: নিয়োগ দুর্নীতির তদন্তে এবার CBI স্ক্যানারে হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। কারা আসতেন কুন্তলের কাছে? কতগুলি কলেজের সঙ্গে যোগাযোগ ছিল কুন্তলের? অফলাইন রেজিস্ট্রেশন, টাকা নেওয়ার রসিদ সহ একাধিক তথ্য তলব। কুন্তলের সঙ্গে তাপস মণ্ডলের ব্যাঙ্কের লেনদেন সংক্রান্ত নথিও তলব। তথ্য নিয়ে নিজাম প্যালেসে তাপস মণ্ডলের প্রতিনিধি। কুন্তল ঘোষের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ করছেন মানিক-ঘনিষ্ঠ তাপস মণ্ডল। টেট পাস করিয়ে দেওয়া থেকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ। ১৯ কোটির বেশি টাকা নিয়েছেন কুন্তল, অভিযোগ তাপস মণ্ডলের।

নিয়োগ দুর্নীতি মামলায় তোলপাড় রাজ্য-রাজনীতি। এরই মধ্যে এবার বিস্ফোরক দাবি করেন মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডস। তাঁর অভিযোগ, টেট পাস করিয়ে দেওয়া থেকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ১৯ কোটির বেশি টাকা নিয়েছেন হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ।  তাপস বলেন, “সিবিআইয়ের কাছে শুধু ১৯ কোটি টাকার হিসেব দিয়েছি। এছাড়াও অনেক ছাত্র-ছাত্রীর কাছে টাকা তুলেছেন কুন্তল।’’ চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলার পরিমাণ ১০০ কোটি ছাড়াতে পারে, আশঙ্কা তাপসের। কুন্তল টাকা নিলেও, কেউ চাকরি পায়নি বলে দাবি তাপস মণ্ডলের।বারবার কুন্তলকে টাকা ফেরত দিতে বললেও, টাকা ফেরত দেয়নি, অভিযোগ তাপসের।’কুন্তল আমাকে মানহানির নোটিস পাঠিয়েছে, কিন্তু আমার কাছে সব তথ্যপ্রমাণ আছে।’বিস্ফোরক দাবি মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলের।

সিবিআই সূত্রে আগেই দাবি করা হয়, তাপস মণ্ডলের জমা দেওয়া রসিদগুলিতে তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষের সই রয়েছে। কখনও তাপস মণ্ডলের অ্যাকাউন্ট হয়ে কুন্তল ঘোষের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। আবার কখনও নগদে হয়েছে লেনদেন। একজন মিডলম্যান মারফৎও হুগলির যুব তৃণমূল নেতার কাছে টাকা পৌঁছেছে বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। সিবিআইয়ের দাবি, সিংহভাগ লেনদেনই হয়েছে ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত।

(Feed Source: abplive.com)