Microsoft: বিশ্ববাজারে মন্দার দোহাই! ফের ১০ হাজার ছাঁটাই মাইক্রোসফ্ট-এ

Microsoft: বিশ্ববাজারে মন্দার দোহাই! ফের ১০ হাজার ছাঁটাই মাইক্রোসফ্ট-এ

কলকাতা: অ্যামাজনের পরে এবার মাইক্রোসফ্ট। ২০২৩ অর্থবর্ষে তৃতীয় ভাগের মধ্যেই ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত টেক জায়ান্ট মাইক্রোসফটের। বুধবার এমনই ঘোষণা করেছে আমেরিকার এই সংস্থা।

এই ছাঁটাই পর্বের ফলে ২০২৩ অর্থবর্ষে ১২ বিলিয়ন ডলার ক্ষতি রুখতে পারবে বলে মনে করছে মাইক্রোসফ্ট। তবে পাশাপাশি, মাইক্রোসফ্টের শেয়ার প্রফিটে ১২ শতাংশ নেগেটিভ ইমপ্যাক্ট পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।

মাইক্রোসফ্ট জানিয়েছে, গত বছরের জুলাই মাসে বেশ কিছু পদ বিলোপ করেছিল তারা। অন্যদিকে, গত অক্টোবরেও প্রায় ১ হাজার কর্মী সংকোচন করেছিল সত্য নাদেলার সংস্থা।

বর্তমানে মাইক্রোসফ্টে ২ লক্ষ ২১ হাজার কর্মী কাজ করেন। তার মধ্যে ১ লক্ষ ২২ হাজার কর্মী কাজ করেন আমেরিকায় এবং বিশ্বজুড়ে বিভিন্ন জায়গায় কাজ করেন ৯৯ হাজার কর্মী।

(Feed Source: news18.com)